ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের ঘাঁটি এডেনের দখল নেওয়ার দাবি করেছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ইয়েমেনের দক্ষিণাঞ্চলের স্বাধীনতা চেয়ে আসছে।

শনিবার তারা এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস ও সামরিক ঘাঁটিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বলে জানিয়েছে বিবিসি। 

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট শহরটির দখল ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিচ্ছিন্নতাবাদীদের এডেন ছেড়ে দিতে কিংবা পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হুঁশিয়ারি দিয়েছে। 

এসটিসির এডেন দখলকে ‘অভ্যুত্থান’ অ্যাখ্যা দিয়েছে পশ্চিমা সমথির্ত আব্দরাব্বু মানসুর হাদি সরকার। 

শনিবার বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যাওয়ার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সৌদি জোটের হুঁশিয়ারির পর সেখানকার পরিস্থিতি কি, তা নিশ্চিত হওয়া যায়নি। 

ইয়েমেনের গৃহযুদ্ধে এসটিসি বেশিরভাগ সময়ই হাদিসমর্থিতদের সঙ্গেই হুতিদের বিরুদ্ধে লড়েছিল; যদিও তাদের মিত্রতা কোনোপক্ষের কাছেই স্বস্তিকর ছিল না। 

সাম্প্রতিক বছরগুলোতে বন্দর শহর এডেনকেই ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের অস্থায়ী ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। হাদি অবশ্য নিজে বসবাস করছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে। 

এসটিসির আধাসামরিক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার দাবি, তারা শনিবার কোনো ধরনের যুদ্ধ ছাড়াই এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখলে নিয়েছেন। 

“২০০ সেনা প্যালেসটি থেকে বের হয়ে নিরাপদেই আমাদের ভেতরে ঢুকতে দিয়েছে,” বলেছেন তিনি। 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিও শনিবার প্যালেসটির হাতবদলের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। 

বিচ্ছিন্নতবাদীরা পশ্চিমা সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ি এবং হাদির বাহিনীর বেশ কয়েকটি সেনাছাউনিও দখলে নেয়ার দাবি করেছে। 

“এসটিসি বাহিনী শহরের সব সেনাঘাঁটি দখলে নিয়েছে,” রয়টার্সকে এমনটাই বলেছেন হাদি সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

পশ্চিমা সমর্থিত এ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিচ্ছিন্নতাবাদীদের এডেন দখলকে ‘আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকারের একটি প্রতিষ্ঠান দখলে অভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করেছে। 

এসটিসির হাজার হাজার যোদ্ধাকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া সংযুক্ত আরব আমিরাত সব পক্ষকে শান্ত হতে এবং ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। 

২০১৪ সাল থেকেই ইয়েমেনের রাজধানী সানা হুতিদের দখলে। 

শনিবার ডক্টরস উইদাউট বর্ডার এডেনকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে অভিহিত করে কেবল একদিনেই তাদের হাসপাতালে ১১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে। 

এবারের যুদ্ধে বেসামরিক নাগরিকসহ ৭০-র বেশি মানুষ নিহত হয়েছে বলে ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours