ঢাকাসহ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইরিন অভিনীত ছবি ‘পদ্মার প্রেম’। ছবিটি নিয়ে শনিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

ছবিটি নীরবেই মুক্তি পেল কেন? এ প্রশ্ন আমারও। প্রযোজনা প্রতিষ্ঠান কেন এমনটা করল, জানি না। খুবই দুঃখজনক। ভালো একটা ছবি, দর্শকেরা হয়তো আগ্রহ নিয়ে দেখতেন।

ছবিটি দর্শক কেন দেখবে? গল্পই এই ছবির শক্তিশালী দিক। শুক্রবার মধুমিতা হলে ছবিটি দেখলাম। হাউসফুল হয়নি, তবে দর্শকের উপস্থিতি সন্তোষজনক ছিল। চিত্রনাট্য পড়ে যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক ভালোভাবে ছবিটি তৈরি হয়েছে। কিছু কারিগরি ত্রুটি আছে, সেটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।

ছবির নায়ক সুমিত, চলচ্চিত্রে নতুন। আমরা দুজনই নতুন, সে হিসেবে ছবিটি অনেক চ্যালেঞ্জিং। দর্শকদেরও আমাদের মতো নতুনদের পুরোনো হতে সুযোগ দিতে হবে। যাঁরা প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে চান, তাঁরা এ ছবি দেখে প্রতারিত হবেন না।

ওয়েব সিরিজের খবর কী? করছি, তবে ছবিতে জোর দিচ্ছি বেশি। সামনে কাউন্টডাউন নামে ভারতীয় একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। তিনজন নারীর গল্প নিয়ে ছবিটি।

মুক্তির অপেক্ষায় কী কী আছে... রৌদ্রছায়া, গন্তব্য, সেইভ লাইফ–এর শুটিং শেষ, মুক্তির অপেক্ষায়। আহা রে জীবন, ভোলা ও পার্টনার ছবির কাজ বাকি আছে।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours