প্রাচীনকাল থেকেই মানুষ নিমপাতা ব্যবহার করে আসছেন।কারো শরীরে বসন্ত বা পক্স হলে শরীরে জ্বালাপোড়া কমাতে নিম পাতা ব্যবহার করা হয়।তাছাড়া নিম পাতা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যায় ভেষজ ওষুধ হিসেবে কাজ করে থাকে। এগুলো ছাড়াও নিমের রয়েছে আরো অনেক স্বাস্থ্যকর গুণ।


নিমের মধ্যে রয়েছে অ্যান্টিফাংগাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুশকি রোধে খুব কার্যকরী ভূমিকা রাখে। 
খুশকি থেকে মুক্তি পেতে গোসলের পানির মধ্যে কিছু নিমপাতা মিশিয়ে মাথায় ঢালুন।
যে জায়গায় চুলকানি হচ্ছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন। এটি ত্বককে নিরাময় হতে সাহায্য করবে এবং ত্বকের ওপরের মৃত চামড়া দূর করবে।

নিমপাতার গুঁড়ো পানিতে মিশিয়ে মুখ ধুতে পারেন। আর এতে করে আপনার মুখের ব্রণ দূর হবে এবং ব্রণের কারণে হওয়া জ্বালাপোড়া ভাবও দূর হবে।অন্যান্য উপায়ের চেয়ে ব্রণ দূর করার এটি একটি কার্যকর পদ্ধতি। 

নিমপাতা ক্ষত নিরাময়েও বেশ কার্যকরি ভূমিকা রাখে।কোনো জায়গায় ক্ষত হলে নিমপাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন।কেননা এর অ্যান্টিমাক্রোবাইয়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করে থাকে। 

একজিমা, ফোঁড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম পাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন। এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে নিমের তেলও ব্যবহার করতে পারেন।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours