কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে। বৃহস্পতিবার কেকেআর জানিয়ে দিয়েছে, আগামী মৌসুমে তার হাতেই থাকবে নাইটদের রিমোট কন্ট্রোল।

২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নাইট রাইডার্সে খেলেছেন ম্যাককালাম। আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই নাইট রাইডার্স-এর হয়ে বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরে আবার ২০১২-১৩ সিজনে কেকেআর টিমের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালে কেকেআর-এর আইপিএল জয়ের টিমেও সদস্য ছিলেন সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) টিমে খেলেছেন ম্যাককালাম। ২০১৭ ও ২০১৮ সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো। কেকেআর-এর নতুন দায়িত্ব নিয়ে ম্যাককালাম বলেন, ‘‘এই দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় সম্মানের ব্যাপার। আইপিএল ও সিপিএল-এ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) কলকাতা নাইট রাইডার্স-এর দলটা দারুণ।’’
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours