২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নাইট রাইডার্সে খেলেছেন ম্যাককালাম। আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই নাইট রাইডার্স-এর হয়ে বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরে আবার ২০১২-১৩ সিজনে কেকেআর টিমের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালে কেকেআর-এর আইপিএল জয়ের টিমেও সদস্য ছিলেন সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) টিমে খেলেছেন ম্যাককালাম। ২০১৭ ও ২০১৮ সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো। কেকেআর-এর নতুন দায়িত্ব নিয়ে ম্যাককালাম বলেন, ‘‘এই দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় সম্মানের ব্যাপার। আইপিএল ও সিপিএল-এ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) কলকাতা নাইট রাইডার্স-এর দলটা দারুণ।’’
Post A Comment:
0 comments so far,add yours