বুধবার তুরস্কের ইস্তানবুলে ইউরোপের এই সুপার কাপে মুখোমুখে হয় ইংলিশ দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ৯৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে লিভাপুলকে এগিয়ে দেন সেনেগাল তারকা মানে। তবে ১০১ মিনিটে চেলসির জর্জিনহো পেনাল্টি থেকে গোল করলে ২-২ গোলে শেষ করে ব্লুজরা।
টাইব্রেকারে লিভারপুলের পাঁচটি শটেই গোল হয়। তবে চেলসির আব্রাহামের শট বাঁচিয়ে জয়ের নায়ক বনে যান নিয়মিত গোলরক্ষক আলিসনের পরিবর্তে সুযোগ পাওয়া আদ্রিয়ান।
Post A Comment:
0 comments so far,add yours