তার্কিশ মেরুন বেরেট হলো তুরস্কের একটি বিশেষ স্পেশাল ফোর্স।মূলত তুরস্কের সেনাবাহিনীর দক্ষ এবং উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নিয়ে এই ফোর্স গঠিত।দেশ বিদেশে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনার জন্য এদের তৈরি করা হয়েছে।ভূমি এবং পানি উভয় জায়গায়ই সমান পারদর্শী এই ফোর্স।

তুর্কিশ মেরুন বেরেট অফিসার হতে মোট ৪৭ টি ভিন্ন বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়।এরপর দেশে ৭২ সপ্তাহ ট্রেনিং নেয়ার পর বিভিন্ন দেশে আরো ৫২ সপ্তাহ বিভিন্ন ধরণের ট্রেনিং নিতে হয়।একজন মেরুন বেরেট অফিসার হতে মোট ৩.৫ বছর লাগে।তাই এই ফোর্সটি বিশ্বের অন্যতম শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল ফোর্স।

বর্তমানে এই ফোর্স্টি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours