বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনীর অধিকারী দেশ উত্তর কোরিয়া। শুধু তাই নয়, এ দেশটির রয়েছে সবচেয়ে বড় বিশেষ বাহিনী। প্রায় ১ লাখ ৮০ হাজার সদস্য নিয়ে এই বাহিনী গঠিত। বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘স্পেশাল অপারেশন্স ফোর্স’। বাহিনীর সদস্যরা খুবই প্রশিক্ষিত। এই বাহিনী প্রায় সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এবং নিয়মিত দক্ষিণ কোরিয়ায় অভিযান চালাতে প্রস্তুত থাকে। ১৯৬৮ সালে ‘ব্লু হাউজ রেড’ এর সময় ইউনিট ১২৪ এর ৩১ জন সদস্য দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল এবং তাদের দেশের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনা জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া কিছু ছেলে তাদের দেখে ফেলে এবং দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের ফাঁদে ফেলে ২৯ জনকে হত্যা করে, একজনকে ধরে কারাগারে নেয় এবং একজন পালিয়ে উত্তর কোরিয়ায় ফিরে আসে।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours