যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু শিগগিরই সবার চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
পর্যটকদের জন্য আসছে সুখবর। ভ্রমণপিপাসুদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুনের স্থানের নাম। স্থানটি যুক্তরাষ্ট্রের গেটিলনবার্গ আর স্থাপনাটি একটি ঝুলন্ত সেতু। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু। ১৭ মে থেকে জনগণের জন্য খুলে দেওয়া হচ্ছে ঝুলন্ত সেতুটি। শিকলের সাহায্যে তৈরি ঝুলন্ত এই সেতুকে বলা হচ্ছে ‘স্কাইব্রিজ’।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেনেসির রিসোর্ট শহর গেটলিনবার্গের পাহাড়ি অঞ্চলে তৈরি করা হয়েছে ৬৮০ ফুট লম্বা এ ঝুলন্ত সেতু। স্থলভাগ থেকে এটির উচ্চতা ১৪০ ফুট। পর্যটকেরা হেঁটেই পার হতে পারবেন এ সেতু। সেতুটি পারাপারের সময় পাহাড়ে মেঘের দেখা পাবেন পর্যটকেরা।

৬৮০ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি পর্যটকেরা হেঁটেই পার হতে পারবেন। ছবি: সংগৃহীতউচ্চতায় কারও ভয় থকলে এ সেতু ব্যবহার না করাই ভালো। কারণ, সেতুটি মাঝের কিছু অংশ কাচ দিয়ে তৈরি। তাই ১৪০ ফুট উঁচুতে থাকা এ সেতুর নিচে কী আছে, তা স্পষ্টভাবেই দেখতে পারবেন ওপরে থাকা পর্যটকেরা।
গেটলিনবার্গের স্কাই লিফট পার্কের নতুন সংযোজন হিসেবেই তৈরি করা হয়েছে এ ঝুলন্ত সেতু। এ পার্কের অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো ‘চেয়ার লিফট’, যাতে চড়ে যাত্রীরা পাহাড়ের প্রায় ৫০০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারবেন। এই ‘চেয়ার লিফটে’ উঠতে পকেট থেকে খরচ হবে বড়দের জন্য ১৫ ডলার আর শিশুদের জন্য ১২ ডলার করে।
৬৮০ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি পর্যটকেরা হেঁটেই পার হতে পারবেন
 পার্কের ওয়েবসাইটে তারা জানায়, সেতুটি পারাপারে পথচারীদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তা ছাড়া এ অনিন্দ্যসুন্দর সেতু পারাপারের সময় ইচ্ছেমতো ছবিও তোলা যাবে। কারণ, পাশেই আছে সুন্দর গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক। স্কাইব্রিজটি যাঁরা তৈরি করেছেন, তাঁদের দাবি, এটিই উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু।
 অন্যদিকে, কানাডার কেলোওনা পাহাড়ের ঝুলন্ত সেতুটির দৈর্ঘ্য প্রায় ৮০০ ফুটেরও বেশি।
তবে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু হচ্ছে সুইজারল্যান্ডের চার্লেস কুনেন। ২০১৭ সালে এটি জনসাধারণের উন্মুক্ত করা এ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৬২১ ফুট। আর উচ্চতা প্রায় ২৭৯ ফুট।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours