দেশে আইন-কানুন বা নিয়ম বানানো হয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু বিশ্বে এমন কিছু আইন আছে যেগুলোর কোনও সার্থকতাই নেই। এমন আইন বা নিয়ম আছে শুনে হাসতে পারেন। অবাকও হতে পারেন খানিকটা। উন্নত পশ্চিমা বিশ্ব থেকে তৃতীয় বিশ্বের দেশেও এমন উদ্ভট নিয়ম তৈরি হয়েছে। এদিক থেকে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।


আমেরিকা

⇰ টেক্সাসের ডেভন এ নগ্ন অবস্থায় ফার্নিচার বানানো নিষিদ্ধ।
⇰ টেক্সাসে নিজের চোখ নিজে বিক্রয় করা নিষিদ্ধ।
⇰ টেক্সাসে খালি পিস্তল দিয়ে কাউকে ভয় দেখানো বেআইনি।
⇰ টেক্সাসের আইনে কোনো অপরাধ করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে বলা আছে।
⇰ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি অদ্ভুত নিয়ম রয়েছে। ১৬ বছর বা তার বেশি যে কোনও ব্যক্তি রাজ্যের কাছে       ‘Mock Proposal’ রাখতে পারেন। অর্থাৎ আপনি এমন একটি প্রস্তাব রাখবেন, যা আপনি নিজেও বিশ্বাস করেন     না। কিন্তু প্রস্তাবটি কীভাবে সবাই মান্য করবেন, সে সম্পর্কে এখনও কোনও উদ্ভট আইন তৈরি হয়নি!
⇰ সাউথ ক্যালিফোর্নিয়াতে রবিবার স্ত্রীকে প্রহার করা নিষেধ।
   ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যান্সিস্কোতে ব্যবহৃত আন্ডারওয়্যার দিয়ে গাড়ি মোছা নিষিদ্ধ।
⇰ আইওয়াতে অবস্থানকারী বড় গোঁফওয়ালা মানুষেরা প্রকাশ্যে নিজের স্ত্রীকেও চুমু খেতে পারবেন না।
⇰ আইওয়া এর অক্সফোর্ডে পুরুষের পোস্টারের সামনে নারীদের পোশাক পরিবর্তন করা আইনে নিষিদ্ধ
⇰ অ্যারিজোনায় সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হল ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না       সাবান পুরো শেষ হয়।
⇰ আরকানসাসসে মাসে একবার বউ পেটানো যাবে। এটাই আইন। দুই বার পিটালেই দণ্ড!!
⇰ আরকানসাস এ কোনো নারীর দ্বিতীয় বিয়েতে সাদা গাউন পরা নিষিদ্ধ।
⇰ ওকলাহোমাতে কুকুরকে মুখ ভেংচি দিলে অ্যারেস্ট হতে পারেন।
⇰ সল্ট লেকে কাগজের ব্যাগ অথবা ভায়োলিন হাতে রাস্তায় হাটা অবৈধ।
⇰ ফ্লোরিডায় কেউ পাবলিক প্লেসে স্ট্র্যাপলেস গাউন পরলে জরিমানা করা হয়।
⇰ নিউ ইয়র্কে উঁচু দালান থেকে লাফিয়ে পরার শাস্তি হলো মৃ্ত্যুদণ্ড।
⇰ সামোয়া তে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা অপরাধ হিসেবে গণ্য করা হয়।
⇰ মন্টানাতে ফোনবুক মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা নিষিদ্ধ করা আছে।
⇰ ক্যান্টাকিতে পকেটে কোন আইসক্রিম বহন করা আইনত দণ্ডনীয়।
⇰ সাউথ ডাকোটাতে পনিরের ফ্যাক্টরিতে ঘুমিয়ে পরা নিষিদ্ধ।
⇰ ম্যারীল্যান্ডের বালতিমোরে সিনেমা হলে সিংহ নিয়ে যাওয়া নিষেধ করা আছে।
⇰ নর্থ ক্যারোলিনায় মৃত ব্যক্তির সামনে কসম করা বেআইনি।
⇰ কলোরাডোতে যৌক্তিক কোন কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি। প্রতারণা অথবা                 ছিনতাইয়ের পর্যায়ে পড়ে।
⇰ ইলিনয়িসে শীতকালে কোন বাচ্চা জমে থাকা তুষার দিয়ে বল বানিয়ে গাছের দিকে ছুড়তে পারবে না।
⇰ গুয়ামে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। অঙ্গরাজ্যটিতে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে      কুমারীত্বের অভিশাপ মোচন করে। পরে তাদের দেয়া সনদ মোতাবেকেই বিবাহ সম্পন্ন হয়।
⇰ ইন্ডিয়ানাতে রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।
⇰ নেভাদায় বউ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আট ঘণ্টা বেঁধে রাখা হবে। তার বুকের মধ্যে একটা পোস্টার সেঁটে দেয়া হবে, ওয়াইফ বিটার বা বাংলায় বিশিষ্ট বউ পেটানো বিশেষজ্ঞ।

ইংল্যান্ড
⇰ ইংল্যান্ডে পার্লামেন্ট হাউজে মৃত্যুবরণ করা আইনে নিষিদ্ধ।
⇰ ইংল্যান্ডে রানীর ছবি সম্বলিত স্ট্যাম্প উলটা করে লাগানো নিষিদ্ধ।

অস্ট্রেলিয়া
⇰ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে লাইট বাল্ব বদলাতেও লাইসেন্স করা ইলেক্ট্রিসিয়ান আনার নিয়ম করা আছে।
⇰ অস্ট্রেলিয়ায় খাওয়ার জন্য পালিত হচ্ছে এমন পশুর নামকরণ করা বেআইনি।
⇰ অস্ট্রেলিয়ার ভিক্টরিয়াতে রবিবার মধ্যবেলার পর হট পিঙ্ক কালারের প্যান্ট পরা নিষিদ্ধ।

ফ্রান্স 
⇰ ফ্র্যান্সে ‘ইটি’ এর পুতুল বিক্রি করা নিষিদ্ধ। আইন অনুযায়ী ফ্রান্সে মানুষের আকৃতি ছাড়া অন্য কোনো পুতুল            বিক্রি  করা যায় না।
⇰ ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ন রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।

সিঙ্গাপুর
 মেডিকেটেড চুইংগাম ছাড়া অন্য কোনও রকম গাম বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

থাইল্যান্ড 
 ত্রিশ বছরের বেশি বয়সী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।
 থাইল্যান্ডে আন্ডারওয়্যার ছাড়া বাসা থেকে বের হওয়া বেআইনি।

জাপান
 কোন মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না করতে পারবে না।

হংকং
 স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারে। তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।
                     
তুরস্ক
 ৮০ বছরের বেশি বয়সীদের পাইলট হওয়া বেআইনি।

সৌদি আরব
 নারীদের গাড়ি চালেনো দণ্ডনীয় অপরাধ।
 সৌদি আরবের জেদ্দায় ১৯৭৯ থেকে নারীদের জন্য হোটেলের সুইমিংপুল ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে

ইসরাইল
 রবিবার নাক খোঁচানো দণ্ডনীয় অপরাধ।

পর্তুগাল
 সমুদ্রে মূত্রত্যাগ করা কে আইন করে নিষিদ্ধ করা হয়েছে।

সুইজারল্যান্ড
 ফ্ল্যাট বা হাউজিং কমপ্লেক্সে রাত ১০টার পর বাথরুমে ফ্লাশ করা না।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours