থরস্ ওয়েলকে স্পাউটিং হর্ন বা গেট টু হেলও বলা হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের মাঝে ২০ ফুট গভীর এই খাদটিতে সহজেই একটি বড় নৌকা ঢুকে যেতে পারে
 |
থর’সওয়েল |
মিথলজি বা পৌরাণিক কাহিনী নিয়ে যাদের আগ্রহ আছে, তারা অবশ্যই নর্স দেবতা থরের নাম শুনে থাকবেন। ওডিনের পুত্র থরের নামে এই পৃথিবীর বুকে একটি বিশাল কুয়ো আছে, এর নাম থর’স ওয়েল বা থরের কুয়ো। না, চমকে যাবেন না। এমন কিছুই আসলে নয় তবে যুক্তরাষ্ট্রের অরেগনে একটি বড় ধরণের প্রপাত রয়েছে যেটির মাঝে রাশি রাশি জল এসে পড়তে থাকে এবং এবং একসময় নিচ থেকে তা বন্দুকের গুলির মত পানি ওপরের দিকে ছুঁড়ে মারে। পারপেচুয়া গুহা ধরে যদি আপনি ক্যাপ্টেন কুকের চিহ্ন ধরে সামনে এগিয়ে যান, তাহলে থরের এই বিশাল কুয়োর দেখা আপনার মিলবে।
 |
থর’সওয়েল |
তবে অবশ্যই মনে রাখবেন, ঝড়ের রাতে কিংবা কোন বৃষ্টি বাদলার দিনে যদি এখানে যান, তাহলে তা আপনার জন্য বয়ে নিয়ে আসবে অমোঘ মৃত্যুবাণ!
Post A Comment:
0 comments so far,add yours