পামুক্কালে হল বিস্ময়কর এক লেক।এই ঝরনাধারা অত্যন্ত জনপ্রিয় ও পর্যটক আকর্ষণীয় একটি জায়গা। তবে এই অসম্ভব সুন্দর অদ্ভুত জায়গাটির জন্ম কিভাবে হয়েছে, তার কোনো সুস্পষ্ট ইতিহাস মানুষের জানা নেই।

পামুক্কালে এর অর্থ হল তুর্কী ভাষায় “তুলার প্রাসাদ”। ধসাদা হওয়ার কারণেই সম্ভবত এমন নামকরণ। পামুক্কালের দৈর্ঘ্য দুই ২৭০০ মিটার, প্রস্থ ৬০০ মিটার ও উচ্চতা ১৬০ মিটার
পামুক্কালে তুরস্কে অবস্থিত। তুরস্কের এক অংশ এশিয়া মহাদেশে আর বাকি অংশ টুকু হল ইউরোপ মহাদেশে। এই আজব দেশেরই এক আজব জায়গা হল এই পামুক্কালে।


পামুক্কালে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত, সেখানকার লেকগুলো দেখলে আশ্চর্য না হয়ে উপায় নেই। সাদা লবনের বিশাল বিশাল স্তরে ছোট্ট ছোট্ট সব জলাধার।   পামুক্কালেতে ১৭টি উষ্ণ জলধারা রয়েছে ।

হাজার বছর ধরে মানুষ পামুক্কালের জলে স্নান করে আসছে।। তারা বিশ্বাস করে ওখানে স্নান করলে শরীর ভালো থাকে। আজকাল আর সেখানে স্নান করতে পারেনা।কারন তুরস্ক সরকার এই পামুক্কালে স্নান করায় নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে কেউ সেগুলোর ক্ষতি করতে না পারে।জলের নিচের জমা হওয়া পলিকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্যে পামুক্কালের জলধারায় জুতো পরে নামা নিষিদ্ধ করা হয়েছে।


অনেক বছর আগে বড় রকমের ভূমিকম্প হয় , সেই ভূমিকম্পে মাটিতে অনেক ফাটল তৈরি হয়েছিল, সেখান থেকে মাটির নিচের ক্যালসিয়াম কার্বোনেটে ভর্তি গরম জল বেরিয়ে এসে ওপরে জমা হতে থাকে। এই গরম জল বাষ্প হয়ে উড়ে গিয়ে শুধু ক্যালসিয়াম কার্বোনেট রয়ে যায়। ক্যালসিয়াম কার্বোনেট হল একপ্রকার লবন। এই লবন গুলোই জমে তৈরি হল লেক গুলোর শক্ত কাঠামো।আর সেখানে বৃষ্টির জল জমে তৈরি হল এই আজব লেক গুলি। এই ভাবেই লেক গুলির জন্ম হয়েছে। এই লেক গুলি প্রায় বিশ লাখ বছরের পুরানো বলে মনে করা হয়।
দুধসাদা এই ঝরনাধারা ১৯৮৮ সালে পামুক্কালে বিশ্বের ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃতী পেয়েছে।

Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours