আমস্টারডাম শহরের একটি খালে এক সময় শতাধিক মানুষ বসবাস করবে। ‘পরিষ্কার জাহাজ’ নামে এক প্রকল্পের আওতায় সেখানে ৩০টি ভবন গড়ে তোলা হচ্ছে।
প্রত্যেকটি ভবনের নিজস্ব ডিজাইন থাকলেও একটি মিল রয়েছে- ওগুলো বিশেষভাবে তৈরি কংক্রিটের ভেলার উপর ভাসবে। ভাসমান সেই ভিত্তির কয়েকশ’ টন ওজন বহনের ক্ষমতা থাকবে। স্থপতি ইয়রিট হুভ্যার্ট একটি ভবনের নকশা করেছেন।
তিনি বলেন, ‘নৌকার উপর যা কিছু তোলা হবে, তার ওজন ভালো করে হিসাব করতে হয়। কারণ অতিরিক্ত ওজন হলে, নৌকা বসে যাবে ও পানি প্রবেশ করতে শুরু করবে।’
২০ জন স্থপতি এ প্রকল্পে কাজ করছেন। বাড়িগুলো ডাঙায় তৈরি করে নৌকায় করে বন্দরে নেয়া হয়। প্রকল্প বোর্ডের সদস্য পেয়ার ডে রাইক বলেন, ‘পানির উপর অত্যন্ত টেকসই বাড়িতে সমাজবদ্ধভাবে বসবাসের লক্ষ্য পূরণ করতে চাচ্ছি।’ অন্যান্য বাড়ির মতো পেয়ারের বাড়িও সৌরশক্তিতে চলে।
বাড়ির বাইরের খোলস কর্ক দিয়ে তৈরি। এ ধরনের বাড়ি নির্মাণে আগ্রহ দেখাচ্ছে নিউইয়র্ক, বাল্টিমোর, লন্ডন কোপেনহেগেন। নেদারল্যান্ডসের অন্য এলাকায় শত শত ভাসমান বাড়ি নির্মিত হচ্ছে। ডয়চে ভেলে।
Post A Comment:
0 comments so far,add yours