লিনা খানের কোরিওগ্রাফিতে অনুষ্ঠিত হলো ভিইট বাংলাদেশ টেন ইয়ার ফ্যাশন শো। সম্প্রতি লা মেরিডিয়ান হোটেল ঢাকায় অনুষ্ঠিত জমকালো সন্ধ্যায় দেশের জনপ্রিয় র‌্যাম্প মডেলদের অংশগ্রহণে পরিবেশিত ফ্যাশন শোটি।

এতে অংশ নেয় মডেল ইমা, মাসিয়াত, তানিয়া, এভ্রিল, মাহি, এমা, অন্তরা, রিতা, জান্নাত, জয়শ্রী, মেঘসহ অনেকে। এ ছাড়াও আরও অংশ নেয় লিনা‘স গ্রুমিং স্কুলের শিক্ষার্থীরা। ইভেন্ট অরগানাইজার হিসেবে ছিল র‌্যাভেন ম্যাডভার্টাইজিং।

ফ্যাশন শোর আলোকচিত্রী ছিলেন সামির খান বিল্লাল, মেকওভারে ছিলেন প্রীতি লেডি বিউটি সেলুন বাই সোনিয়া খান, শাড়ির ডিজাইনার হিসেবে ছিলেন সাফিয়া সাথি, ডিজাইনার ছিলেন রাজ্য রাজ, ওয়্যারড্রবে ছিল আরবান যুভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএ এর প্রেসিডেন্ট রুবানা হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর এইচই পিটার, সম্মানিত অতিথি ছিলেন ইন্টারফ্যাব শার্টস ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আহসান কবির খান, এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের কর্পোরেট ডিরেক্টর এবং সিইও হুমায়ুন রশিদ, ভিইট গ্রুপের প্রেসিডেন্ট গুন্টার ভিইট।

কোরিওগ্রাফার লিনা খান বলেন, ভিইট বাংলাদেশ এটি দেশের জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।

এখানে যারা আমার সঙ্গে কাজ করেছেন মডেল, ডিজাইনার, মেকআপ আর্টিস্ট সবাই অনেক সহযোগিতা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইভেন্ট অরগানাইজার ছিল র‌্যাভেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ; আমাকে এমন ইভেন্টে যুক্ত করার জন্য।

তিনি আরও বলেন, আগামীতে আরও অনেক শোর কোরিওগ্রাফার হিসেবে আমাকে হয়তো দেখা যাবে। অনেক বড় বড় শো নিয়ে পরিকল্পনা চলছে। আশা করছি ভালো ভালো শো নিয়ে কাজ কাজ করব আমরা।

এই মাসেই কয়েকটি ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেছি। ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক, ভারগো গ্র্যান্ড ওপেনিংসহ কয়েকটি কাজ করা হয়েছে। আর আমি একটি বিষয় যুক্ত করতে চাই।

এই ফ্যাশন শোতে দেশের নাম করা মডেলদের সঙ্গে ছিল লিনা‘স গ্রুমিং স্কুলের শিক্ষার্থীরা। যারা কিনা নতুন মডেল। তারাও অংশ নিয়েছে ফ্যাশনতে। লিনা‘স গ্রুমিং স্কুলে যারা ভালো করছে তাদের কাজ করার সুযোগ দিচ্ছি আমরা, তারা সুযোগও পাচ্ছে।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours