![]() |
বদর যুদ্ধে ইসলামের প্রথম শহিদ হয়েছেন যিনি! |
রাসুল [সা]-এর জবান মুবারকে এ কথা উচ্চারিত হতেই হজরত উমায়র ইবনে হুমাম আনসারি [রা] বললেন- হে আল্লাহর রাসুল, সেই জান্নাত কি আকাশ ও পৃথিবী বরাবর? রাসুল [সা] বললেন- হ্যাঁ! এতে উমায়র [রা] বলে উঠলেন- বাহ! বাহ! রাসুল [সা]তখন তাকে লক্ষ্য করে বললেন- এ তুমি কী বলছ? উমায়র রা. বললেন- হে আল্লাহর রাসুল, না, অন্য কিছু নয়। আমি এই ধারণার বশে বলছি যাতে এই জান্নাত আমার ভাগ্যে জুটে যায়। রাসুল [সা] বললেন- হ্যাঁ, হ্যাঁ, তুমি এই জান্নাত লাভ করবে।
এরপর উমায়র [রা] তার তূণীর থেকে কিছু খেজুর বের করলেন এবং খেতে লাগলেন। এরপর হঠাৎ করেই বলে উঠলেন- যদি আমি এই খেজুরগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে অনেক বেশি দেরী হয়ে যাবে। এতক্ষণ বেঁচে থাকার মত ধৈর্য আমার নেই। এই বলে বাকি খেজুরগুলো তিনি ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহিদ হয়ে গেলেন। বদর যুদ্ধে তিনিই ছিলেন প্রথম শহিদ। (নবিয়ে রহমত)
Post A Comment:
0 comments so far,add yours