পৃথিবীর ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের র‍্যা​ঙ্কিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। 


র‍্যা​ঙ্কিংয়ের প্রথম দুটি স্থানে রয়েছে এশিয়ার তিন দেশ। তবে এর মধ্যে যৌথভাবে এক নম্বরে আছে জাপান ও সিঙ্গাপুর। এই দুই দেশের নাগরিকরা ১৯০টি করে দেশে ভিসামুক্ত কিংবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাবেন।

২০১৯ সালের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্ট

১. জাপান, সিঙ্গাপুর (১৯০ দেশ)

২. ফিনল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া (১৮৮ দেশ)

৩. ডেনমার্ক, ইতালি, লাক্সেমবার্গ (১৮৭ দেশ)

৪. ফ্রান্স, স্পেন, সুইডেন (১৮৬ দেশ)

৫. অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল (১৮৫ দেশ)

৬. বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড (১৮৪ দেশ)

৭. মাল্টা, চেক রিপাবলিক (১৮৩ দেশ)

৮. নিউজিল্যান্ড (১৮২ দেশ)

৯. অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া (১৮১ দেশ)

১০. হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া (১৮০ দেশ)
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours