টেস্টের লাল বল হোক বা ওয়ান-ডের সাদা, দুই ধরণের বলের উপরেই চামড়ার আস্তরণ থাকে। লেদার ক্রিকেট বল যাকে বলে। যে কোন সংস্থার প্রস্তুত করা ক্রিকেট বলে চামড়ার কোটিং থাকে। কিন্তু ইংল্যান্ডের আর্লে ক্লাব যে বল এনেছে তাতে কোন চামড়ার আস্তরণ নেই। নিরামিষ বল নিয়ে এলো ক্লাবটি। অর্থাৎ, পশুর চামড়ার কোন অংশই এই ভেগান বল-এ থাকছে না। চামড়ার বদলে থাকছে রাবার কোটিং।

আর্লে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গ্যারি শাকলেডি বললেন, এই বল একটু বেশি লাফাবে। ফলে এই বলের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমরা এখনও পরীক্ষা চালাচ্ছি। এই বলের কোয়ালিটি আরও ভাল করে বাজারে আনব আমরা। 

ক্লাবের প্রতিষ্ঠাতা নিজেও প্রায় পাঁচ বছর হল আমিষ খাওয়া ছেড়েছেন। তাই এমন একটা বল আনার ভাবনাও তাঁর মাথাতে এসেছিল অনেকদিন আগেই। ভেগান বল যদি পুরোদমে বাজারে আসে তা হলে তা কিন্তু বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর আবিষ্কার হতে পারে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours