চাঁদ কোন এক সময় পৃথিবীরই অংশ ছিল। মহাজাগতিক কোন বস্তুর সঙ্গে সংঘর্ষের পর পৃথিবী থেকে ছিটকে যাওয়া উপাদান থেকে চাঁদের সৃষ্টি হয়েছে বলে পুরনো এই তত্ত্বটি সত্য বলে নতুন করে দাবি করছেন বিজ্ঞানীরা।

এখানে উল্লেখ করা দরকার যে, চাঁদের সৃষ্টি সম্পর্কিত মতবাদের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় মত। তবে পরবর্তীকালে আরও কিছু মত চালু হওয়ায় এই মতটি অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। তবে সাম্প্রতিককালে বিজ্ঞানীরা পুরনো এই মতটিকে নতুনভাবে উপস্থাপিত করেছেন। এই মত সম্পর্কে অতীতে বলা হতো যে, পৃথিবীতে আঘাত হানা মহাজাগতিক বস্তুর উপাদান দিয়ে চাঁদ গঠিত হয়েছে।
কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন যে, মহাজাগতিক বস্তুর উপাদান নয় বরং পৃথিবীর অংশ বিশেষ দিয়েই চাঁদ গড়ে উঠেছে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা দাবি করছেন, চাঁদ পৃথিবী থেকে সৃষ্টি হয়েছে বলেই এদের গঠন ও রসায়নের মধ্যে এতো মিল খুঁজে পাওয়া যায়। এ ব্যাপারে তাদের ব্যাখ্যা হচ্ছে। যখন চাঁদ সৃষ্টি হয় তখন পৃথিবী নিজ অক্ষে ঘুরতো অনেক দ্রুত। তখন একদিন হতো দুই থেকে তিন ঘণ্টায়।
তবে তা কোন সময়ের তা এখনও নির্ণয় করতে পারেননি বিজ্ঞানীরা। যা হোক পৃথিবীর এই অতি দ্রুত ঘূর্ণনশীলতার ফলেই মহাজাগতিক বস্তুটির সঙ্গে সংঘর্ষের পর পর্যাপ্ত পরিমাণ উপাদান পৃথিবী থেকে ছিটকে চাঁদ সৃষ্টি করতে পেরেছে। তাদের এই তত্ত্ব অনুযায়ী, পরে সূর্যকে ঘিরে চাঁদের কক্ষপথের মিথসক্রিয়ায় পৃথিবী বর্তমান আহ্নিক গতি পেয়েছে। যেখানে ২৪ ঘণ্টায় এক দিন হয়।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours