রবীন্দ্রনাথ ঠাকুর » কাব্যগ্রন্থ » গীতাঞ্জলি » অন্তর মম বিকশিত করো
 
 

অন্তর মম বিকশিত করো

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো উজ্জ্বল করো,
সুন্দর করো হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল কর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।

 গীতাঞ্জলি কাব্যগ্রন্থ
শিলাইদহ, ২৭ অগ্রহায়ণ, ১৩১৪
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours