অসাবধানতার জন্য বৃষ্টি আপনার প্রিয় স্মার্টফোনটি ভিজে যেতেই পারে। এ নিয়ে খুব চিন্তার কিছু নেই। কারণ আপনার জন্যই রয়েছে দারুণ কিছু টিপস -

১. স্মার্টফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে ততো তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷
২. স্মার্টফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন।
৩. ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি দিয়ে মুড়ে রেখে দিন। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ৷
৪. সিম কার্ডও বের করে রাখুন ৷ এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন৷
৫. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷
৬. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না ৷ হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে ৷
৭. সম্ভব হলে স্মার্টফোনটি কিছু সময় হালকা রোদে শুকিয়ে নিন।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours