পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তনের কারণে মাসের বিভিন্ন দিনে চাঁদের আকার বিভিন্ন মনে হয় । আসলে চাঁদের আকার একই থাকে । পৃথিবীর চারিদিকে চাঁদের একবার আবর্তন করতে সময় লাগে ২৯.৫দিন । এই সময়ে চাঁদ ৮টি ফেজ (Phase) অতিক্রম করে । একে মুন ফেজ (Moon phase) বলে ।
ভিন্ন ভিন্ন ফেজে চাঁদ ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে ।আবার সূর্ষ থেকে আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে । সুতরাং পৃথিবী থেকে চাঁদের যে অংশ দেখা যাবে (যে অংশটুকুতে আলো প্রতিফলিত হবে ) ঐ অংশটুকুকেই কেবল চাঁদ মনে হবে ।
Share To:

Naim Khan

Post A Comment:

0 comments so far,add yours